গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান বিভিন্ন মামলায় ১৫ জন আটক
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:৫৯,অপরাহ্ন ২২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :
সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৫ জন আসামী আটক করেছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করা হয়। আটক কৃতরা হলেন উপজেলার পুর্ব জাফলং ইউনিয়নের লাখের পার গ্রামের নুর মোহাম্মদ, ইউসুব আলী, কোরবান আলী, রুবেল মিয়া, শাহাজুল ইসলাম, মোবারক হোসেন, কাজল মিয়া, মোঃ ইব্রাহীম, আঃ মতিন, মোহাম্মদপুর গ্রামের সামছু মিয়া, কুনকিরি গ্রামের লোকমান আহমেদ ও মবশ্বির আলী, বহড় গ্রামের আশিকুর রহমান, বিল্লাল হোসেন ও সায়েদ আহমেদ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই জানান ডি.আই.জি রেঞ্জ সিলেটের নির্দেশে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়াইনঘাট থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারি নির্যাতন, মাদকমামলা এবং জুয়াখেলাসহ নানা অপরাধে ১৫ আসামিকে আটক করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলাকে সকল প্রকার অপরাধ মুক্ত রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।