গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:১৬,অপরাহ্ন ২৬ মার্চ ২০১৫
তথ্যপ্রযুক্তি ডেস্ক :: স্বাধীনতার ৪৪তম বার্ষিকী। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর থেকেই সূচিত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। বর্বর সেই কালো রাতের পর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ শহীদ এবং ৩ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সেই ইতিহাস, সেই ত্যাগ আজও বিশ্বব্যাপি সমাদৃত এবং আলোচিত এক ঘটনা। এ কারণেই বাংলাদেশের ৪৪তম স্বাধীনতা দিবসে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের প্রচ্ছদ সেজেছে বাংলাদেশের লাল-সবুজ রঙয়ে।
২৫ মার্চ রাত ১২টার পর থেকেই গুগল ডুডলকে সাজিয়ে দেয়ো হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সম্মান দেখিয়ে। গুগল লিখতে ইংরেজিতে ৫টি অক্ষর। এর মধ্যে দুই পাশের দুটি করে ৪টি অক্ষর ‘GO ও GLE’ সাজানো হয়েছে সবুজ রঙয়ে। আর মাঝের ‘O’ সাজানো হয়েছে লাল রঙয়ের একটি বৃত্তদিয়ে। যেখানে দেখা যাচ্ছে পানির জলচাপের ওপর একটি বাঘের মুখ। ক্যাপশনে লেখা, ‘Bangladesh Independence Day’. ডুডলের ওপর ক্লিক করলেই ভিজিটরকে গুগল নিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কিত নানা তথ্যের লিংকে।
গুগল সব সময়ই পৃথিবীর বিখ্যাত ঘটনা, বিশেষ ব্যাক্তি কিংবা বিশেষ দিবসের আবহ ফুটিয়ে তোলে তাদের প্রচ্ছদে। এর নামই ডুডল। এর আগে ২০১৩ সালের ২৬ মার্চ গুগলের ডুডলকে সাজানো হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আবহ দিয়ে।