গাজীপুরে নেয়া হলো ইতালিফেরত ৫৯ জনকে
প্রকাশিত হয়েছে : ১:১৭:০৭,অপরাহ্ন ১৫ মার্চ ২০২০
ইতালিফেরত ৫৯ জনকে গাজীপুরে পাঠানো হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার পর তারা গাজীপুরে পৌঁছান বলে জানা গেছে।
শনিবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার পর তাদেরকে হজ ক্যাম্পে এনে কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছিল। তবে তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের নির্দেশে ওই ৫৯ জনকে গাজীপুর মহানগরীর মেঘডুবিতে একটি হাসপাতালে নেয়া হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে ইতালি থেকে ৫৯ জন বাংলাদেশে এসেছেন। এই ৫৯ জনকে আমরা আশকোনা হজ ক্যাম্পে না নিয়ে গাজীপুরে আনা হয়েছে। গাজীপুর মহানগরীর মেঘডুবিতে অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসব ইতালিফেরত ব্যক্তিদের রাখা হবে। স্বাস্থ্য বিভাগের লোকজন গাজীপুরে এসে ইতালিফেরত ব্যক্তিদের পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের শরীরে করোনার লক্ষণ না পাওয়া গেলে এখান থেকে তাদের নিজ বাড়িতে যাওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়, মেঘডুবি ২০ শয্যার মা ও শিশুকেন্দ্র ছাড়াও পূবাইলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রস্তুত রাখা হয়েছে। ওই স্কুলটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।সূত্র : জাগো নিউজ