গাজীপুরে ঢিলেঢালা হরতাল, মাঠে দেখা যাচ্ছে না নেতাকর্মীদের
প্রকাশিত হয়েছে : ৫:৫০:৪৮,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
শনিবার গাজীপুরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সেই সাথে রয়েছে কড়া নিরাপত্তা।
তবে সকাল থেকে শুরু হওয়া এ হরতালে এখন পর্যন্ত কোনো মিছিল কিংবা বিক্ষোভ করতে দেখা যায়নি কাউকেই। মাঠে দেখা মেলেনি বিএনপি নেতাকর্মীদের।
রাস্তায় রিকশা-ভ্যানের সাথে চলতে দেখা কিছু বাস। কোথাও তেমন সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যায়নি।
হরতালকে ঘিরে নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, শনিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সমাবেশ আহ্বান করলে সেখানে পাল্টা সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ। এতে পরিস্থিতির চরম বিপর্যয় ঘটার আশঙ্কা করে ১৪৪ ধারা জারি করে গাজীপুর পুলিশ।
১৪৪ ধারা জারির প্রতিবাদে শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শনিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়। সেই সাথে সারাদেশে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা আসে।