গভীর রাতে মা-ছেলের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:০৩:৫৯,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ভাঙ্গুড়ায় গভীর রাতে পানিতে ডুবে মা সালমা খাতুন (৩০) ও পাঁচ মাস বয়সী শিশু শাকিলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত সালমা খাতুন উপজেলার অষ্টমনিশা ইউনিয়নের লামকান গ্রামের মহরম আলীর স্ত্রী।
ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাংলামেইলকে জানান, রাতে অথবা ভোরের কোনো এক সময় শিশু শাকিলকে নিয়ে বাড়ির বাইরে বের হন সালমা খাতুন। এক পর্যায়ে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যান তারা। সকালে ঘুম থেকে উঠে বিছানায় মা-ছেলেক না দেখে খোঁজাখুজি শুরু করে স্বজনরা। পরে পুকুরে ভাসমান অবস্থায় প্রথমে শিশু শাকিলের লাশ উদ্ধার করে। এরপর পুকুরে তল্লাশি চালিয়ে সালমা খাতুনের লাশ উদ্ধার করে স্বজনরা।
এসআই আব্দুল মান্নান আরও জানান, পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।