গত ৩ মাসে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ১২:০৩:৫৭,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
বছরের প্রথম তিন মাসে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। এসময়ের মধ্যে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন অারও ২০ জন। রবিবার সকালে মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’ খুলনা বিভাগের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, বিএসএফের হাতে জানুয়ারিতে তিনজন এবং ফেব্রুয়ারি মাসে সাত বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। যশোরের বেনাপোল, ঝিনাইদহের মহেশপুর ও মেহেরপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া মেহেরপুর জেলার সোনাপুর, চুয়াডাঙ্গা জেলার বেনীপুর, কুষ্টিয়ার মোহাম্মদপুর ও দৌলতপুর এবং সাতক্ষীরার চান্দুরিয়া সীমান্তে এসব অপহরণের ঘটনা ঘটে। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে অপহৃতদের ফেরত দেয় বিএসএফ। গত তিন মাসে বিএসএফের হাতে নির্যাতিতদের সাতজনই বাংলাদেশি পুরুষ। যশোরের বেনাপোল ও সাতক্ষীরার কলারোয়া সীমান্তে গরু চরানোর সময় অথবা অবৈধপথে যাতায়াতের সময় ধরা পড়ে এরা নির্যাতনের শিকার হন।
তিনি বলেন, ‘বছরের প্রথম তিন মাসে খুলনা বিভাগের দশ জেলায় মোট ৮৭ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে দুজন নারী, ১৬ জন পুরুষ এবং ১৮ শিশু রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিখোঁজের ঘটনা ঘটেছে যশোরে। এ জেলা থেকে নিখোঁজ হয়েছে ১০জন।’