বিনোদন ডেস্ক : খ্যাতির জুরি নেই অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের। মূলত ‘হাঙ্গার গেইমস’ সিরিজে অভিনয়ের পর থেকেই তার খ্যাতির ব্যাপকতা বেড়েই চলেছে। এই যেমন মাত্র ২৪ ঘণ্টা হলো প্রকাশ পেয়েছে জেলো অভিনীত হাঙ্গার গেইমস সিরিজের তৃতীয় সিক্যুয়াল ‘হাঙ্গার গেইমস : মকিংজয় পার্ট ১’এর ট্রেইলার।
মাত্র ২৪ ঘণ্টায় ৪ মিলিয়নেরও বেশিবার ইন্টারনেটে দেখা হয়েছে ট্রেইলারটি। মানে ছবিটি মুক্তির আগেই হিট। সোমবার ইউটিউবে প্রকাশ পায় ‘হাঙ্গার গেইমস : মকিংজয় পার্ট ১’এর ট্রেইলার। অবিশ্বাস্য হলেও এরই মধ্যে ৪১,৪৯,৯৭২ বার দেখা হয়েছে ট্রেইলারটি।
অ্যাকশন প্যাকেজের এ ট্রেইলারটি সত্যিই মনমুগ্ধকর ও কৌতূহলপূর্ণ। এ ছবিতে কেটনিস এভারডিনের চরিত্রে অভিনয় করেছেন ২৩ বছর বয়সী লরেন্স। এ ছাড়াও আছেন জোস হাচারসন, জুলিয়ানা মুর, লিয়াম হেমসর্থ এবং প্রয়াত অভিনেতা ফিলিপ সেইমর হফম্যান।
সুজান কলিন্সের সর্ববিক্রিত উপন্যাসের আলোকে নির্মিত ও ফ্রান্সিস লরেন্স পরিচালিত বিশ্বখ্যাত হাঙ্গার গেইমসের এবারের সিরিজটি মুক্তি পাবে ২১ নভেম্বর। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।