খোরশেদ হত্যা মামলায় ফাঁসি ৫ যাবজ্জীবন ৩
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:৩৩,অপরাহ্ন ১১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালের ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে খোরশেদ আলম (২২) হত্যা মামলায় ৫জনকে ফাঁসি ও ৩জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রুহুল আমিন প্রায় ১৬ বছর আগের মামলার এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দুলাল, শরিফ মাহমুদ, বিল্লাল, আমজাদ ও বুলবুল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সুমন ওরফে পাগলা সুমন, সালাউদ্দিন ও জাবেদ মিয়া। এদের সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত। জানা যায়, ১৯৯৯ সালের ২২ মে মিটফোর্ড হাসপাতালের পেছনে কুপিয়ে হত্যা করা হয় তাকে।