খেলাফত মজলিসের ৫ম অধিবেশ শুক্রবার
প্রকাশিত হয়েছে : ৬:৫২:০৬,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ম অধিবেশ অনুষ্ঠিত হবে শুক্রবার। অধিবেশন উদ্বোধন করবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী। এতে সভাপতিত্ব করবেন দলের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান।
২৬ ডিসেম্বর ১ম পর্ব সকাল-৯টায় শুরু হবে সেখানে সারাদেশ থেকে আগত ডেলিগেটরা আসবেন। আগামী দিনের করণীয় বিষয়ে তাদের পরামর্শ তুলে ধরবেন। ২য় পর্ব বিকেল ৩ টায় এ পর্ব সকলের জন্য উম্মুক্ত থাকবে। এতে দেশের আলেম- ওলামা, ইসলামী দলসমূহের নেতা, বুদ্ধিজীবি, সাংবাদিক ও কলামিস্ট বক্তব্য রাখবেন।
বুধবার বিকেল ৪ টায় পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৫ম অধিবেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইউসুফ আশরাফের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- নায়েবে আমীর হাফেজ মাহমুদুল হক,মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল,ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূর, সেক্রেটারী মাওলানা এনামুল হক মুসা, ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ হারুনুর রাশীদ প্রমুখ।