খুব শীঘ্রই সেনা মোতায়েনের সিদ্ধান্ত —সিইসি
প্রকাশিত হয়েছে : ১০:১০:১৫,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। রবিবার নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সেনা মোতায়েনের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই-একদিনের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
সব বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। হঠাৎ করে ডাক দিলে যেনো পাওয়া যায়। নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে কোন কোন মহল থেকে বলা হচ্ছে। এ বিষয়ে কমিশনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কারও কিছু বলা সুযোগ নেই। সিদ্ধান্ত নেবো আমরা। আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নির্বাচনে সেনা মোতায়েন করতে বেশিরভাগ প্রার্থী দাবি জানিয়ে আসছেন এ বিষয়ে কমিশনের অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন, আমরা শুধু প্রার্থীদের কথা ভাবছি না। ভোটারদের কথাও আমাদের মাথায় আছে। ভোটারদের নিরাপত্তা দিতে যা যা করনীয় তাই করা হবে।
বেলা সোয়া ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে এ বৈঠক শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন চার নির্বাচন কমিশনার, পুলিশের আইজি, বিজিবি ও র্যাব প্রধান, আনসার, কোস্টগার্ড, ডিজিএফআই, এনএসআই এর মহাপরিচালকবৃন্দ। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারও ছিলেন।