‘খালেদা স্টুপিড লিডার’
প্রকাশিত হয়েছে : ১১:৩২:০০,অপরাহ্ন ০৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, খালেদা স্টুপিড লিডার, সে দেশের ভালো চায় না। দেশের মানুষের সঙ্গে খালেদা জিয়া দেশ বিরোধী আচরণ করছে। বুধবার দুপুরে রাজধানীর শের-ই-বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম আন্তর্জাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস যন্ত্রপাতি প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড ও হংকংয়ের ইয়োর্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে প্রদর্শনীটি আয়োজন করেছে।
অর্থমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া দেশের ভবিষ্যতকে নষ্ট করতে চাচ্ছে। তার মদদে যারা ধ্বংসাত্বক কর্মকাণ্ড করছে তাদের শনাক্ত করতে হবে। হরতাল-অবরোধসহ সকল ধ্বংসাত্বক কাজে দেশের মানুষের সমর্থন নেই।’ প্রদর্শনী সম্পর্কে মুহিত বলেন, ‘এ ধরনের প্রদর্শনীর কারণে এক সময় বাংলাদেশের টেক্সটাইল খাত একটি ভালো পর্যায়ে পৌঁছে যাবে।’ পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজউদ্দীন প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রীর সততা ও নিষ্ঠার কারণে এদেশের অর্থনীতি আজ একটা ভালো অবস্থানে পৌঁছেছে। কোনো বাধাই উন্নতির ধারাকে রুদ্ধ করতে পারবে না। এই ধরনের প্রদর্শনী গার্মেন্টস সেক্টরে যুগান্তকারী পদক্ষেপ। এখানে বিদেশিদের মিলন মেলায় পরিণত হবে। আমদানি-রপ্তানিতে বিশাল ভূমিকা রাখবে।’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ বলেন, ‘যন্ত্রপাতি ব্যতীত গার্মেন্টস সেক্টর অচল। আজ এখানে সেই যন্ত্রপাতি প্রদর্শনী হচ্ছে। এ কারণে এখাত গুরুত্বপূর্ণ একটি খাতে পরিণত হচ্ছে।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ নীট ম্যানুফ্যাকটারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সহসভাপতি কে এ আসলাম সানি, ইয়োর্কার ট্রেড এন্ড মার্কেটিং সার্ভিস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক টাইগার লিন প্রমুখ।