খালেদা-মোদি বৈঠক রবিবার
প্রকাশিত হয়েছে : ১:১৭:২০,অপরাহ্ন ০৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: আগামীকাল ৬ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষিত সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক ছাড়াও আগামী রবিবার (৭ জুন) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন তিনি।
ওই দিন ঢাকায় জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে মোদি বৈঠক করবেন বলে জানিয়েছেন ভারত সরকারের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর।
আজ শুক্রবার বিকেলে ভরতীয় গণমাধ্যমে মোদির বাংলুদেশ সফরে বিষয়ে বলতে গিয়ে এস জয়শঙ্কর এ তথ্য জানান। এছড়া কয়েকজন বামপন্থী নেতাদের সঙ্গে মোদির বৈঠক করার কথা রয়েছে বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব।
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি। আগামী ৭ জুন রবিবারের খালেদা-মোদি বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে দলের নেতাকর্মীরা।