‘খালেদা জিয়া হিন্দু পুরাণের রাক্ষসীদের মতো’
প্রকাশিত হয়েছে : ২:১৯:০১,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
খালেদা জিয়া ‘হিন্দু পুরাণের রাক্ষসীদের মতো’ দেশ ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। সবার সম্মিলিত চেষ্টায় ‘এই রাক্ষসকে বধ করে’ দেশ ও জাতিকে রক্ষার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার এ্যাসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
খুনীদের কোনও মানবাধিকার থাকতে পারে না উল্লেখ করে তিনি বলনে, যারা বিএনপি-জামায়াতের বোমা হামলায় নিহত ও আহত হয়েছে, তাদের মানবাধিকার আমাদের নিশ্চিত করতে হবে। প্রয়োজনে এসব ‘অপকর্মের হুকুমদাতাদের’ বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। এ জন্য খালেদাকেও জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করেন মেনন।
তিনি বলেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে খালেদা জিয়া আইন অমান্য করেছেন, তাই তিনি কোর্টে যাচ্ছেন না। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য বিএনপি জোটকে দায়ী করেন তিনি। আয়োজক সংগঠনের সভাপতি ডা. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলােচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. বদিউজ্জমান ভুঁইয়া ডাবলু, ডা. মো. হুমায়ুন কবির, কামাল হোসেন প্রমুখ।