‘খালেদা জিয়া জাতির জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত’
প্রকাশিত হয়েছে : ১:০৪:৫১,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে গণমানুষের মুক্তি লক্ষ্যে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। আজু বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরো বলেছেন, ‘গ্রেফতারি পরোয়ানা গণআন্দোলনকে বন্দি করতে পারে না। বরং অবৈধ সরকারের দেউলিয়াত্ব প্রমাণ করে।’
সালাহ উদ্দিন আহমেদের দাবি, ‘স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধি ও উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জাতীয় আকাঙ্খা পূরণের লক্ষ্যেই চলমান গণআন্দোলন যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘তৃণমূলের অংশগ্রহণে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে গ্রেফতারী পরোয়ানা জারি করে স্তব্ধ করার উদ্ভট পরিকল্পনা শাসকশ্রেণির চিন্তার দৈন্যতা ছাড়া আর কিছুই নয়। খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে গণমানুষের মুক্তির লক্ষ্যে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন।’
জনগণকে আতঙ্কিত করে তুলে সরকার রাষ্ট্রক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বলে বিবৃতিতে মন্তব্য করেন বিএনপি এই যুগ্ম মহাসচিব। তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীসহ নির্বিচারে মানুষ হত্যা, গুম, অপহরণ, গণগ্রেফতার করে মূলত সরকার নিজের নিরাপদ অবতরণের পথকেই ক্রমশ সংকুচিত করে যাচ্ছে।’ বিবৃতিতে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান তিনি।