খালেদা জিয়া আতঙ্ক ছড়িয়ে দেশে সন্ত্রাসকে উস্কে দিচ্ছে : সুরঞ্জিত
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:২৪,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, রাজনীতিকে কিভাবে অস্থিশীল করা যায় সে প্রয়াস অব্যাহত রেখেছে বিএনপি। আদালতে গিয়ে খালেদা জিয়া আতঙ্ক ছড়িয়ে দেশে সন্ত্রাস, সংঘাত ও সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছে। সংঘাত ও সহিংসতার রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসেন। নয়তো এর পরিণতি হবে ভয়াবহ। সংঘাতের রাজনীতি বিএনপি উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন, কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
তিনি বলেন, আদালতে গিয়ে বিচারের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করুন। আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবো। আর যদি প্রমাণ হয় আপনি দোষী সেই ব্যবস্থা আদালতই নিবে। আদালতে গিয়ে সহিংসতা চালাবেন এবং আদালতকে অবজ্ঞা করবেন তা গণতান্ত্রিক নেতা হিসাবে কাম্য নয়।
৫ জানুয়ারি আ. লীগের সমাবেশ পূর্বনিধারিত উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, এ তারিখে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবো আমরা। এর থেকে আ. লীগের কোন সম্ভবনা নেই। আপনারা(বিএনপি) অন্য কোনো দিন সমাবেশ করুন। আর প্রশাসনের কাছে আবেদন করুন এতে আমাদের কিছু বলার নেই।
আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, গাজীপুরের সভা একেবারে প্রশাসনিক বিষয়। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন কি ব্যবস্থা নিবে এটা তাদের এখতিয়ার। আর একদিন আগে পরে সভা করলে কিছু যায় আসে না।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সহ সম্পাদক জাকির আহমেদ, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ।