খালেদা জিয়ার সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক রোববার
প্রকাশিত হয়েছে : ১১:৩৯:৫২,অপরাহ্ন ২৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আগামীকাল রোববার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই তিন দিনের সফরে আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় আসছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশানের’ বাসভবনে রোবার রাত ৮টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
ওয়াং আই সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছবেন। সফর শেষে তিনি সোমবার দুপুর সোয়া ২টায় ঢাকা ত্যাগ করবেন।