খালেদা জিয়ার পাশে স্বজনরা
প্রকাশিত হয়েছে : ১১:০২:৫৩,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: আরাফাত রহমান কোকোর মৃত্যুর সংবাদে সমবেদনা জানাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আসতে শুরু করেছেন তার আত্মীয়-স্বজনরা। ইতিমধ্যে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার পাশে মেজো বোন সেলিমা ইসলাম, সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাঈদ, ছোট ভাইয়ের বউ কানিজ ফাতেমা রয়েছেন। এ ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান ও মহিলা দলের নেত্রী রাবেয়া সিরাজ উপস্থিত হয়েছেন। ধীরে ধীরে স্বজনরা সমবেত হচ্ছেন।