খালেদা জিয়ার থলের বিড়াল বেরিয়ে এসেছে —সুরঞ্জিত সেনগুপ্ত
প্রকাশিত হয়েছে : ১০:৪২:০৭,অপরাহ্ন ১৩ মে ২০১৫
নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বেগম খালেদা জিয়ার থলের বিড়াল বেরিয়ে এসেছে। সালাহ উদ্দিন আহমদের প্রত্যাবর্তনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তিনি অন্তর্ধানে নন, আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউসন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শীঘ্রই মেঘালয় থেকে আলোয় আসবে সালাহ উদ্দিন। এটা বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্য খুবই দু:খজনক। কেননা খালেদা জিয়া নিজেই সালাহ উদ্দিন কে লুকিয়ে রেখে সরকারে উপর চাপ প্রয়োগের ষড়যন্ত্র করছিল। ভারতের মেঘালয়ে পুলিশের হাতে আটক হয়ে বেগম জিয়ার নীল নকশায় পানি ঢেলেছে সালাহ উদ্দিন।
সাবেক এ মন্ত্রী বলেন, বিএনপির ষড়যন্ত্র এখন মানুষের কাছে স্পটতই উন্মোচিত হয়েছে। খালেদার থলের বিড়াল বেড়িয়ে এসেছে। সরকারের বিরুদ্ধে বেগম জিয়ার নির্লজ্জ মিথ্যাভচারও প্রমানিত হয়েছে।
সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, বিএনপির ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ বাকি নেতাদের কোথায় লুকিয়ে রেখেছেন তার দায় দায়িত্ব এখন খালেদা জিয়ার।
গতকাল ব্লগার অনন্ত বিজয় হত্যাকান্ডের নিন্দা জানিয়ে সুরঞ্জিত বলেন, একের পর এক খুন হয়ে যাবে আর আইনশৃংখলাবাহীনি হাত গুটিয়ে বসে থাকবে এটা হতে পারেনা। দ্রুতই এই হত্যাকারীদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে। এক্ষেত্রে উদাসীনতা অগ্রহনযোগ্য বলেও মন্তব্য করেন প্রবীণ এই আইন প্রনেতা।
সম্প্রতি পুলিশের কর্মকান্ডের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, পুলিশকে আরো কার্যকর ও সংযত হতে হবে। সম্প্রতি ছাত্র ইউনিয়নের উপর হামলা ও বিতর্কের জন্ম দেওয়া একেবারেই অযাচিত। তাদেরকে বুঝতে হবে রাষ্ট্র ও জনগনের নিরাপত্তার জন্য তারা নিয়োজিত। নির্যাতনের জন্য নয়। এই ঘটনার জন্যও নিন্দা জানান তিনি।
সংগঠনের উপদেষ্টা নারায়ন দেবনাথের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সাধারন সম্পাদক হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির মিজি, মুক্তযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।