খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের বাধা
প্রকাশিত হয়েছে : ৬:৫১:২৮,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের লক্ষ্যে জড়ো হয়েছেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা-কর্মীরা। সেখান থেকে কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
সকাল ১১টা থেকে গুলশান-২ গোল চত্বরে জড়ো হতে থাকে। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে।
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথী জানান, এসএসসি পরীক্ষার আগে হরতাল-অবরোধ প্রত্যাহার না করা হলে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করা হবে। এছাড়া আমরা সরকারের কাছে খালেদা জিয়াকে হুকুমের হিসেবে তার বিচারের দাবি জানাচ্ছি।