খালেদার বাসায় রাতের আধারে হঠাৎ কে এই অতিথি
প্রকাশিত হয়েছে : ৭:২৩:০৮,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় হঠাৎ এক ব্যক্তি টিভি ক্যামেরা এড়িয়ে প্রবেশ করেই আধা ঘণ্টা পর বেরিয়ে গেছেন। তিনি সাংবাদিকদের তার কাছে ভিড়ার সময়টুকুও দেননি। এছাড়া তিনি যে গাড়িতে এসেছিলেন বেরিয়ে গেছেন অন্য গাড়িতে করে।তার পরিচয় কেউই বলতে পারছেন না।
রোববার রাত ৮টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কে খালেদার ভাড়া বাসা ফিরোজার সামনে এসে থামে একটি কালো পাজেরো গাড়ি। বেরিয়ে আসেন সাদা শার্ট পরা এক মধ্যবয়সী পুরুষ।টিভি ক্যামেরা ও সাংবাদিকরা হা হা করে ছুটে যায় তার দিকে। কিন্তু কাউকে পাত্তাই দিলেন না। সোজা ভেতরে চলে গেলেন।
এবার ফটকের বাইরে অবস্থানরত সাংবাদিকরা ওঁৎ পেতে থাকলেন তিনি কখন বের হন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আধা ঘণ্টা পরেই বেরিয়ে এলেন ওই ব্যক্তি। কিন্তু এবারও টিভি ক্যামেরা ও সাংবাদিকরা ব্যর্থ। তিনি বেরিয়ে গেলেন সব উপেক্ষা করে। তবে এবার আর কালো পাজেরোতে নয় একটি সাদা প্রাইভেট কারে করে (ঢাকা মেট্রো গ-৩১-৯০৯২)।
তিনি এক গাড়িতে এসে অন্য গাড়িতে করে কেন বের হয়ে গেলেন এ প্রশ্ন নিয়ে সাংবাদিকদের মধ্যে গুঞ্জন চলছে। তবে কেউই তার পরিচয় উদ্ধার করতে পারেননি। অনেকে বলছেন, এই ব্যক্তি গিভেন্সি গ্রুপের মালিক।
উল্লেখ্য, দীর্ঘ তিন মাস গুলশানে রাজনৈতিক কার্যালয়ে চার দেয়ালের মধ্যে কাটিয়ে রোববার বাসায় ফিরেছেন খালেদা জিয়া। আর এই মুহূর্তে সিনিয়র নেতাদের আগে এই আপাত অপরিচিত ব্যক্তির আচমকা আবির্ভাব সেখানে অবস্থানরত সাংবাদিকদেরও চমকে দিয়েছে।