খালেদার বাসায় নিশা-শারম্যান
প্রকাশিত হয়েছে : ১২:৩৫:৫৪,অপরাহ্ন ০১ মে ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন ফিরোজায় গেছেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তারা খালেদার বাসায় ঢুকেছেন।
নিশা ও শারম্যানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাটও আছেন।
খালেদার সঙ্গে নিশা ও শারম্যানের সাক্ষাতের বিষয়টি গতকালই নিশ্চিত করেছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চতুর্থ অংশীদারিত্ব সংলাপে যোগ দিতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা পৌঁছান তারা।
এই সংলাপ শেষে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও বিএনপির নির্বাচন বর্জনের ঘটনায় যুক্তরাষ্ট্রের হতাশার কথা জানিয়েছেন ওয়েন্ডি শারম্যান। তিনি বলেন, ‘‘ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরপরই আমি এখানে এসেছি। নির্বাচনে নানা অনিয়ম ও মাঝপথে বিএনপির নির্বাচন বর্জনে আমরা হতাশ।’