খালেদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রীলঙ্কান প্রেসিডেন্টের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:৪৬,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
বুধবার সকালে শ্রীলঙ্কান অ্যামবাসির এক কর্মকর্তা লিখিত এ শুভেচ্ছা খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছে দেন।
বিএনপির প্রেস উইং কমান্ডার শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাইথ্রিপলা সিরিসেনা নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অভিনন্দনবার্তা পাঠিয়েছিলেন। খালেদা জিয়ার অভিনন্দনবার্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এ শুভেচ্ছাপত্র প্রেরণ করেন।