খালেদার দুই উপদেষ্টাকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ২:৪২:০৫,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই উপদেষ্টা এবং বৈদেশিক বিষয়ক বিশেষ দূতকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাঁরা হলেন জাহিদ এফ সর্দার সাদী ও মজিবুর রহমান মজুমদার। মুজিবুর যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ফুডকোর্ট রেস্টুরেন্টে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাকির আজাদ, হেলাল উদ্দিন, বিএনপির নেতা গিয়াস উদ্দিন, শওকত আলী, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুবদলের নেতা রেজাউল আজাদ ভূইয়া, আতিকুল হক আহাদ, সরোয়ার খান বাবু প্রমুখ।