খালেদার জিয়ার খাবার ফেরত!
প্রকাশিত হয়েছে : ৩:২৮:০৫,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাতের খাবার দিতে আসা ভ্যান ফেরত পাঠানো হয়েছে। প্রতিরাতের মতোই বুধবার রাত পৌনে ৮টার দিকে প্রায় ১২০ প্যাকেট খাবার ও কিছু পানির বোতল নিয়ে একটি ভ্যান আসে। কিন্তু ভ্যানটি কার্যালয়ে প্রবেশে ব্যর্থ হয়। বিএনপির দাবি, সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা ভ্যানওয়ালাকে ফেরত পাঠান।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, খাবার দিতে আসা ভ্যানকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাকে ফের আসতে দেওয়া হবে কি না আমরা নিশ্চিত নই। তবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কেউ খাবারবাহী ভ্যান ফেরত পাঠানোর বিষয়ে কথা বলতে রাজি হননি।