খালেদার গাড়িবহরে চতুর্থ দফায় হামলা
প্রকাশিত হয়েছে : ১২:১৭:৫৩,অপরাহ্ন ২২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
চতুর্থ দিনের মতো হামলার শিকার হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে প্রচারণার পঞ্চম দিনের মধ্যে চারদিনই ইট-পাটকেল হামলা হয়েছে তার ওপর। এ হামলাও সরকারদলীয় সমর্থকরা করেছেন বলে অভিযোগ করছেন বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনি প্রচারণার জন্য বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা দক্ষিণ এলাকার দিকে যাওয়ার সময় বাংলামোটর এলাকায় এ ঘটনা ঘটে।
এর অাগে গতকাল মঙ্গলবার ফকিরাপুল, সোমবার কাওরাবাজার, রবিবার উত্তরায় প্রচারণাকালে একাধিকবার খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়। এর মধ্যে সোমবার কাওরানবাজারের হামলায় ছাত্রলীগের সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। বুধবার খালেদা জিয়ার গাড়িবহরে থাকা ছাত্রদলের এক নেতা জানান, গাড়ি বাংলামোটর সিগনাল অতিক্রম করার সময় ইট-পাটকেল অাসে। এতে খালেদা জিয়ার গাড়ির কাঁচ ভেঙে যায়। এসময় খালেদা জিয়ার দুই সিএসএফ সদস্যকে মারধর করে আটকে রাখে সরকার সমর্থকরা। তাদের একজনের মাথা ফেটে গেছে বলেও দাবি করে ওই নেতা।
সিএসএফ এর ওই দুজন এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে বিএনপির অপর এক নেতা জানান।
এ রিপোর্ট লেখার সময় খালেদা জিয়ার গাড়িবহর হেয়ার রোড হয়ে কাকরাইলের দিকে যাচ্ছিলো।