খালেদার কার্যালয়ে বিশিষ্ট পেশাজীবীরা
প্রকাশিত হয়েছে : ২:৩১:০৭,অপরাহ্ন ২০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর গুলশান কার্যালয়ে গেছেন নাগরিক সমাজ ও পেশাজীবীদের একটি প্রতিনিধি দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে আরও আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লা চৌধুরী এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর সভাপতি আ ফ ম ইউসুফ হায়দারসহ আরও অনেকে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে তাঁরা খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন বলে জানা যায়।
এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তাঁদের বৈঠক চলছিল।