খালেদার কার্যালয়ের সামনে ছাত্রীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:১৩,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে হরতাল-অবরোধ প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার সকাল ১০টার দিকে জড়ো হয়ে এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় তাদের হাতে ছিল প্রতীকী পোড়া বই। স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।