‘খালেদাকে লাইফ সাপোর্ট থেকে বাঁচাতে নির্বাচন’
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:১১,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: নৌমন্ত্রী শাজাহান খান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘খালেদা জিয়াকে লাইফ সাপোর্ট থেকে বাঁচাতে সরকার নির্বাচন দিয়েছে। এখন নির্বাচনে এসে রাজনৈতিকভাবে লাইফ সাপোর্ট থেকে তাকে বাঁচতে হবে।’
মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শনিবার সকালে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
নৌমন্ত্রী শাজাহান বলেন, ‘নির্বাচন হল গণতন্ত্রের পথ। নির্বাচন নিয়ে নাটক করার কোনো কারণ নেই। নির্বাচন ঘোষণা করা হয়েছে, নির্বাচন যথা সময়ে হবে।’
তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘রাজনীতিতে সিদ্ধান্তহীনতায় ভুগলে নিজের ও নেতাকর্মীদের বিপর্যয় ঘটবে, সেটা কিন্তু বোঝা উচিত। সিদ্ধান্তহীনতায় ভোগার কোনো সুযোগ তাদের নেই।’
এ সময় উপস্থিত ছিলেন— মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, জেলা পরিষদ প্রশাসন মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী তালুকদার প্রমুখ।