খালেদাকে চিকিৎসক সাংসদদের ২৪ ঘণ্টার আলটিমেটাম
প্রকাশিত হয়েছে : ২:৫২:৫৬,অপরাহ্ন ১১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
হরতাল-অবরোধ প্রত্যাহারে বিএনপি চেয়ারপারসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন প্রাক্তন ও বর্তমান চিকিৎসক সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার দুপুর সোয়া ১টার দিকে প্রতিনিধি দলটি গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গিয়ে হরতাল-অবরোধ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি দেন। সেই প্রতিবাদলিপিতে হরতাল-অবরোধ প্রত্যাহারে খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।
প্রতিবাদলিপিটি গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি চিকিৎসক সাংসদদের ওই প্রতিনিধি দলকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েও এ রকম একটি প্রতিবাদলিপি দেন, গুম, বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার প্রতিবাদে।’ প্রতিবাদলিপি দিয়ে চলে যাওয়ার সময় চিকিৎসক সাংসদদের প্রতিনিধি দল সাংবাদিকদের বলেন, ‘ছেলে আরাফাত রহমান কোকো ও ঘরবাড়ি হারিয়ে খালেদা জিয়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তার চিকিৎসার প্রয়োজন।’