খাগড়াছড়িতে ভারতীয় সহকারী হাইকমিশনারের প্রস্তাবিত রামগড় স্থলবন্দর এলাকা পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:০৬,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় ভারতের সহকারী হাইকমিশনারের প্রস্তাবিত রামগড় স্থলবন্দর এলাকা পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার রামগড় স্থলবন্দর প্রস্তাবিত স্থানে পরিদর্শনকাল স্থলবন্দর মহামুনি স্থানে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন তাকে স্বাগত জানান।
কঠোর পুলিশ নিরাপত্তায় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার রামগড়-ভারতের সাব্রুম সীমান্তের ঐ এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি ফেনী নদীর উপর প্রস্তাবিত বাংলাদেশ-ভারত সংযোগ সেতু নির্মানের স্থানও পরিদর্শন করেন। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন প্রস্তাবিত রামগড় সাব্রুম স্থলবন্দর বাংলাদেশ ভারত সংযোগ সেতু নির্মানের বিষয়ে সর্বশেষ তথ্যাদি হাইকমিশনারকে অবহিত করেন ।
এ সময় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার জানান, চট্টগ্রাম বন্দর সাথে রামগড়ের সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং রামগড়ে সাব্রুম স্থলবন্দর চালু হলে এটি দুই শের জন্য কতটুকু লাভজনক হবে এ বিষয়গুলো খতিয়ে দেখতে তিনি এলকাটি সরেজমিন পরিদর্শনে এসেছেন ।
তিনি আরও বলেন, প্রস্তাবিত এ স্থলবন্দরের জন্য ত্রিপুরার সাব্রুমে ভূমি অধিগ্রহণ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। ফেনী নদীর উপর প্রস্তাবিত বাংলাদেশ-ভারত সংযোগ সেতু নির্মানের ব্যাপারে তিনি বলেন, ভারত সরকারই সেতুটি করবে। কবে নাগাদ সেতুর নির্মাণকাজ শুরু হবে এমন প্রশ্নের জবাবে এ ব্যাপারে দুই দেশের সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।