ক্ষমা চাই ড. ইউনূস স্যার: আসিফ নজরুল
প্রকাশিত হয়েছে : ৩:৩৯:০৭,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৯
নিউজ ডেস্ক:: নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। শনিবার বিকালে নিজের ফেসবুক পেজ থেকে তিনি এ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসের সঙ্গে ড. ইউনূসের পুরস্কার গ্রহণের বেশ কয়েকটি ছবিও আপ করা হয়েছে।
আসিফ নজরুল লেখেন, ‘সামান্য সম্মান কেউ পেলে তা নিয়ে কি যে হৈ চৈ করা হয় দেশে! অথচ সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম পুরস্কার আর অসাধারণ সব সম্মান পেয়ে চলেছেন আমাদের দেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূসের প্রশংসা করে তিনি লেখেন, ‘সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে তার (ইউনূস) নামে খোলা হচ্ছে সেন্টার। ভারত থেকে ভিয়েতনাম, আমেরিকা থেকে আইভোরিকোস্ট সবখানে তিনি অতি সম্মানিত ব্যক্তিত্ব।’ ‘আর এদেশে তার নাম নেয়া নিষিদ্ধ এখন। তিনি কি সম্মান বয়ে আনছেন দেশের জন্য তা ছাপাতে পারে না কোনো পত্রিকা। কারণে অকারণে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করা হয় তাকে।’
ঢাবির এ অধ্যাপক আরও লেখেন, ‘দূর থেকে এখন দেখতে হয় তাকে। আলোকজ্জ্বল মঞ্চের মধ্যমনি হয়ে আছেন তিনি প্যারিস থেকে প্রিটোরিয়া সবখানে। তাকে দেখি আর গভীর অপরাধবোধে ভারী হয়ে ওঠে মন। পাহাড়সম এই মানুষটাকে আমরা একটুও রক্ষা করতে পারলাম না এতো বড় অন্যায়, এতো অপপ্রচার, এতো অবমাননা থেকে!’ ‘ক্ষমা চাই ইউনূস স্যার। তবে স্যার আমরা যদি নাও পারি আমাদের সন্তানরা হলেও পারবে একদিন। বাংলাদেশকে অবশ্যই ফিরে পাবেন আপনি।’