ক্ষমতা পাকাপোক্ত করতে সৌদি প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল
প্রকাশিত হয়েছে : ১১:১৮:১১,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: নিজের ক্ষমতাকে আরো পাকাপোক্ত করতে সৌদি প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করেছেন সৌদি আরবের নতুন বাদশাহ সালমান। এর মধ্যে প্রয়াত বাদশাহ আবদুল্লাহর দুই ছেলেকে বরখাস্ত করা এবং গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ পদে নতুন কর্মকর্তা নিয়োগের বিষয় রয়েছে।
পৃথক ডিক্রি জারির মাধ্যমে এই রদবদলের ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংস্থার রাজকীয় নির্দেশ জারির বিষয়টি নিশ্চিত করেছে।
বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর পর ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মধ্যে বাদশাহ সালমান এ ঘোষণা দিলেন।
রাজকীয় ঘোষণায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদ ও বাদশাহর উপদেষ্টার পদ থেকে বাদশাহ আব্দুল্লাহর ভাতিজা বানদার বিন সুলতানকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রয়াত বাদশাহর দুই ছেলে মক্কার গর্ভনর মিশাল ও রিয়াদের গর্ভনর তুর্কিকেও অপসারণ করা হয়েছে বলে সৌদি টেলিভিশনে প্রচারিত ডিক্রিতে বলা হয়েছে। তবে বাদশাহ আব্দুল্লাহর অপর ছেলে ন্যাশনাল গার্ডের প্রধান হিসেবে দায়িত্বরত মন্ত্রী মিতেবকে তার পদে বহাল রাখা রয়েছে।
বাদশাহ আব্দুল্লাহর সৎভাই সালমান ৩১ সদস্যের মন্ত্রিসভারও ঘোষণা দিয়েছেন। মন্ত্রিসভাতেও বিভিন্ন রদবদল করা হয়েছে।- এএফপি