ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
প্রকাশিত হয়েছে : ১:২৬:৫৮,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় মামলাটি দায়ের করেছেন নাজনীন আকতার হ্যাপী নামে এক তরুণী। শনিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ৩৭।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় হ্যাপী অভিযোগ করেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেন ওই তরুণী। এ বিষয়ে রুবেল হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।