কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত ২
প্রকাশিত হয়েছে : ১:৫৩:০৪,অপরাহ্ন ০৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের ছররা গুলিতে নুরুল ইসলাম (১৮) ও আব্দুর রহমান (১৭) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত নুরুল কোম্পানীগঞ্জ রনিকাইল এলাকার লামাগ্রামের ইসহাক আলীর ছেলে, এবং অপর আহত ব্যক্তি আব্দুর রহমান একই গ্রামের ইসমাঈল আলীর ছেলে।
তাদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার হারিয়ে যাওয়া গরু খুজতে গিয়ে ভুল করে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারত সীমান্তের ভিতরে চলে যায়। এ সময় তাদের উপর ছররা গুলি ছোড়ে ভারতের অধিবাসী খাসিয়ারা। তাদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন নুরুল ও রহমান।