কোম্পানীগঞ্জ থেকে মদ সহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ৯:১২:৫৪,অপরাহ্ন ২৬ মে ২০১৫
নিউজ ডেস্ক :: কোম্পানীগঞ্জ উপজেলার ধোপাগুল বাজারে অভিযান চালিয়ে হারুন মিয়া (৩০) নামক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া হারুন মিয়া গোয়াইনঘাট উপজেলার জাংগাইল উত্তরপাড়া গ্রামের সপর আলীর ছেলে।
মঙ্গলবার সকালে র্যাব ৯ এর সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সোমবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর একটি দল কোম্পানীগঞ্জ রোডের ধোপাগুল বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের ছায়িম পরিবহন কাউন্টারের সামনে থেকে ২৩ বোতল মদ সহ হারুন মিয়াকে গ্রেফতার করা হয়।