কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:২৬:৩৪,অপরাহ্ন ১০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জোয়ানরা। সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার মাঝেরগাঁও এলাকায় বিজিবি ৫ ব্যাটেলিয়নের অধিনস্থ উৎমা বিওপির একটি প্রতিনিধি দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৪৬ বোতল অফিসার চয়েজ মদ, ১৪ ক্যান বিয়ার, ৪০ বোতল ফেনসিডিল। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৮ লাখ ৬১ হাজার ৭৫০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।