কোভিড নাইনটিন প্রতিরোধে সফল ফিনল্যাণ্ড
প্রকাশিত হয়েছে : ৬:২৮:৫১,অপরাহ্ন ১৩ মে ২০২০

ব্যাপক পরীক্ষা নিরীক্ষা, লকডাউন কাৰ্যকর সহ নানা পদক্ষেপে করোনাভাইরাসের সংক্রমণের লাগাম টেনে ধরতে পেরেছে নর্ডিক অঞ্চলের এই দেশটি। এখন দেশটিতে ধীরে ধীরে শিথিল করা হচ্ছে লকডাউন সহ নানা বিধি।
রাজধানী হেলসিংকির দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান খোলা শুরু হয়েছে । এর মাজেই নিরাপদ দূরত্ব বজায় রেখেই চালু রয়েছে রেস্টুরেন্ট গুলোর টেক এ ওয়ে সার্ভিস । জনজীবন স্বাভাবিক হতে শুরু করায় শপিংমল গুলোতে আবার জড়ো হচ্ছেন হেলসিংকি নাগরিকরা ।
আগামীকাল (বৃহস্পতিবার) হতে খুলে যাচ্ছে দিবাযত্ন কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। তবে বার রেস্টুরেন্ট সমূহ খুলছে জুনের এক তারিখ হতে।
ফিনল্যাণ্ড প্রবাসী সাংবাদিক টিটো বলেন, করোনা জয়ে আমরা সত্যিই আনন্দিত। এখন অনেকটা শঙ্কামুক্ত হলেও স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করছি এবাং সামাজিক দূরত্ব বজায় রেখে অফিসের সব কাজ করে যাচ্ছি।
ফিনল্যান্ডে আজ পর্যন্ত ৬০৫৪ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে যার মধ্যে ২৮৪ জন মারা গেছেন তবে এর বেশির ভাগই বয়স্ক সেবা কেন্দ্রের এবং বিভিন্ন জটিলতার মধ্যে ছিলেন বলে জানা গেছে। আজ ১৩.০৫.২০২০ বুধবার ৫১জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং নয়জন মারা গেছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ দপ্তর জানিয়েছেন।
করোনা আক্রান্তের দিক হতে ফিনিশদের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সোমালি জনগোষ্ঠীর লোক। তবে যে কয়জন বাংলাদেশীর করোনা সিম্পটপম ছিলো বলে জানা গেছে বর্তমানে তারা সবাই সুস্থ আছে বলে জানা গেছে।