কোন যুক্তিতে বাবার “মৃত্যুদণ্ড’র রায়” প্রশ্ন মুজাহিদ পুত্রের
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:০৬,অপরাহ্ন ১৬ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছোট ছেলে আলী মোহম্মাদ মাবরুর বলেছেন, ‘ আমার বাবার মামলায় আইনজীবীরা উচ্চ আদালতে বাবার পক্ষে ভালো পার পরমেন্স করেছেন,যুক্তি প্রদর্শন করেছেন। তাদের পারফরমেন্স ও কাজে আমি সন্তুষ্ট,খুশি।’
তিনি বলেন, বুদ্বিজীবীর কোন আত্নীয় স্বজন এবং কোনো ভিকটিম ট্রাইব্যুনালে এসে বলেনি যে আমার বাবা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ এসব হত্যা কান্ডের সঙ্গে জড়িত ছিলো। মাবরুর প্রশ্ন করে বলেন, কবে কোথায় আমার বাবা হত্যাকাণ্ড ঘটিয়েছিলো? মাবরুর বলেন, বাবা সত্তর সালের ডিসেম্বর মাসে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হন।তখন তার বয়স ছিলো ২৩ বছর।
বাবার সঙ্গে সর্বশেষ কবে সাক্ষাত করেছেন এমন প্রশ্নের জবাবে মাবরুর বলেন, আজ থেকে প্রায় সাত দিন আগে আমিসহ পরিবারের সবাই স্বাক্ষাত করে এসেছি। তিনি বাবা ভালো আছেন, সুস্থ্য আছেন।’
মঙ্গলবার আপিল বিভাগ চূড়ান্ত রায়ে মুজাহিদের ফাঁসি বহাল রাখার পর তার ছেলে মাবরুর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মুজাহিদের ফাঁসি বহাল রাখেন। আপিল বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। তখন তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতটির মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ আজ ফাঁসি বহাল রাখার আদেশ দেন।