কুলাউড়ায় বজ্রপাতে ২ নারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৭:৪৩:২৫,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পশ্চিম হাজীপুর গ্রামে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হাজীপুর ইউনিয়নের পশ্চিম হাজীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় জয়নাল আবেদীন জানান, সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘরের ভেতরে অবস্থানরত দুলু বিবি ও তার ছেলের স্ত্রী সুইফা বিবি মারা যান।
হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।