কুলাউড়ায় গৃহবধুর গলিত লাশ উদ্ধার : আটক ৩
প্রকাশিত হয়েছে : ১২:৩০:৪৫,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর বস্তি এলাকা থেকে ৫ এপ্রিল দুপুর ১২টায় আজিরুন বেগম (৩২) নামে এক গৃহবধুর বস্তাবন্দি গলিত লাশ উদ্বার করেছে পুলিশ। সে ঐ এলাকার আনসার আলীর স্ত্রী। এ ব্যাপারে ৩ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর বস্তি এলাকায় আজিরুনের নিজ গৃহের একটি রুম থেকে পচাঁ গন্ধ্য বের হলে স্থানিয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে দুপুর ১২টায় বস্তাবন্দি গলিত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আটককৃতরা হলেন- মৃত রমজান আলীর ছেলে উছমান আলী(৬৫), উছমান আলীর স্ত্রী হাছনা বেগম (৪০), উছমান আলীর মেয়ে রিমা আক্তার (১৭) সর্ব সাং সদর ইউনিয়নের গাজীপুর বস্তি।
এ ব্যাপারে কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল আহাদ লাশ উদ্ধারের সত্যতা ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি পরিকল্পিত হত্যাকান্ড তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি জানা যাবে। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং-০৭, তারিখ-০৫/০৪/১৫ইং।