কুলাউড়ায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:০৭:৪০,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
তারেক হাসান, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধমহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ ডিসেম্বর রবিবার দুপুর ২টার দিকে মহিলার লাশটি পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাছুরকাপনস্থ আলতাফ হোসেনের বাড়ীর পুকুর থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, আলতাফ হোসেনের কাজের লোকেরা দুপুরে পুকুর থেকে পানি সেচে ক্ষেতে দেয়ার সময় মহিলার লাশটি ভেসে উঠে।
পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যপারে কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর বিষয়টি জানা যাবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিলার পরিচয় পাওয়া যায়নি।