কুলাউড়ায় অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১:২৮:২৬,অপরাহ্ন ২২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজার কুলাউড়া উপজেলার রবিরবাজার দক্ষিণ বাজারের একটি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দু’জন দগ্ধ হয়েছেন।
এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
রোববার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে রবিরবাজার দক্ষিণ বাজারে শাহজালাল ট্রেডার্স পদ্মা অয়েলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শাহজালাল ট্রেডার্স পদ্মা অয়েলের মালিক আব্বাস আলী (৪৮) ও কর্মচারী সেলিম মিয়া (২৭)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে রবিরবাজারের শাহজালাল ট্রেডার্স পদ্মা অয়েলের আব্বাস মিয়ার দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকান মালিক আব্বাস মিয়া ও কর্মচারী আগুন নিভাতে গেলে দু’জনই দগ্ধ হন।
খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে আগুন নেভায়।ততক্ষণে আগুনে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।