কুলাউড়ার জনতাবাজারে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কমিটির শপথ গ্রহণ
প্রকাশিত হয়েছে : ৮:০৪:৪৪,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
কুলাউরা সংবাদদাতা:: কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের জনতাবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গত ০৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জনতাবাজার কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাপ্তাহিক মানব ঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল, কবি ভানু পুরকায়স্থ, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাৎ হোসেন চৌধুরী।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল বাকী ভূরু, প্রবীণ সমাজসেবক আতাউর রহমান তাহির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নজরুল ইসলাম জুলহাস, গীতা পাঠ করেন কবি ভানু পুরকায়স্থ।
স্বাগত বক্তব্য রাখেন জনতাবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সম্পাদক ডাঃ বিজন চন্দ্র দাস।
অনুষ্ঠানে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান সমিতির নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। জনতাবাজার কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ বিজন চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মোঃ লোবান আহমদ, সদস্য শুভ্র দাস বিশ্ব ও মোঃ আজির মিয়া কে শপথ বাক্য পাঠ করানো হয়।
সমিতির কর্মকর্তাদের মধ্য উপস্থিত ছিলেন সমিতির ম্যানেজার রেদওয়ান হোসেন সুমন, সহকারী ম্যানেজার সাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে কুলাউড়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।