কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রমজানে যা যা পরিবর্তন ঘটলো
প্রকাশিত হয়েছে : ৩:২৩:৩১,অপরাহ্ন ১২ মার্চ ২০২৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। এদিকে বিআরটিসি ও নীল বাসের সময়সূচি পরিবর্তন করেছে কুবি পরিবহন পুল। যা আগামীকাল মঙ্গলবার কার্যকর করা হবে।
মো.আবদুল্লা আল আমীন
আজ সোমবার (১১মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে। এছাড়াও দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি থাকবে।
এদিকে শিক্ষার্থীদের বাস শহর থেকে পূর্বনির্ধারিত জায়গা থেকে সকাল সোয়া আটটা ও সকাল দশটার দিকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ক্যাম্পাস থেকে বিকাল পৌনে দুইটা ও বিকাল সাড়ে তিনটায় শহরের উদ্দেশ্য বাসগুলো নির্ধারিত রুটে চলাচল করবে।
এছাড়াও বিকাল পাঁচটায় শহর থেকে দুটি রুটে ৩টি করে মোট ৬টি নীল বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হবে।