কুমিল্লায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে পুলিশের প্রতিবেদন দাখিল
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:৩৫,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: কুমিল্লায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে পুলিশের প্রতিবেদন দাখিলকুমিল্লা, ১৮ ডিসেম্বর, এবিনিউজ : আজ বৃহস্পতিবার হজ, তবলীগ নিয়ে কটূক্তি ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক শাহীন মীর্জা বাদী হয়ে দায়ের করা মামলার প্রতিবেদক দাখিল করেন কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ। প্রতিবেদন দাখিয়ের পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ট্রাইব্যুনালে প্রেরণ করেন।
মামলা দায়ের শেষে বাদী শাহীন মীর্জা জানান, এর আগেও লতিফ সিদ্দিকী কয়েকবার ধর্ম নিয়ে কথা বলেছেন। এবার তিনি হযরত মুহাম্মদ (সা.), হজ ও তবলীগ জামাত নিয়ে কটূক্তি করেছেন। যা এ দেশের মুসলমান সমাজ মেনে নিতে পারে না। এছাড়াও অভিযুক্ত লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রী’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাই মামলা দায়ের করা হয়েছে। আদালত দীর্ঘ শুনানি শেষে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছিলেন।
কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) মোঃ সামসুজ্জামান দীর্ঘ তদন্ত শেষে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত প্রতিবেদটি আমলে নিয়ে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ট্রাইব্যুনালে প্রেরণ করেন। আশা করি ন্যায় বিচার পাব।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ইউসুফ আলী, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট হারুন অর রশিদ, এডভোকেট শফিকুর রহমান, এডভোকেট কাজী মফিজুল ইসলাম, এডভোকেট খাইরুল এনাম পটু, এডভোকেট কামাল উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা।