কাল অনশনে বসছেন বি. চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১২:০৭:১৯,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক:: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীর সংলাপের দাবিতে অনশনে বসছেন সাবেক প্রেসডিন্ট ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি প্রফেসর এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে (ক/৯৬, কাজীবাড়ী, কুড়িল বিশ্বরোড, পূবালী ব্যাংক বিল্ডিং, ঢাকা) অনুষ্ঠিত হবে। প্রতীক গণঅনশনে দলের প্রেসিডেন্ট অধ্যাপক বি. চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।