কালো কোর্টধারীরা যতবার রাস্তায় নেমেছে ততবারই সরকার পতন হয়েছে : মাহবুব
প্রকাশিত হয়েছে : ১০:১৮:২৩,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: কালো কোর্টধারীরা যতবার রাস্তায় নেমেছে ততবারই সরকার পতন হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বার অ্যাসোসিয়েশন আয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ সভায় বুধবার দুপুরে তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, কালো কোর্ট বড়ই ভয়ঙ্কর, কালো কোর্টধারীরা সরাকারের পরিবর্তন করিয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ অবৈধ সরকার অবৈধভাবে মানুষের উপর নির্যাতন করছে।
আইনজীবীরা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, হামলা, মামলা যা-ই হোক না কেন, আইনজীবীরা আন্দোলনে রাস্তায় থাকবে।
খালেদা জিয়াকে অবরুদ্ধ করার মাধ্যমে পুরো দেশকে সরকার অবরুদ্ধ করে রেখেছে বলেও মন্তব্য করেন এই আইনজীবী নেতা।
সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, সাহস থাকলে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রেখে রাস্তায় আসুন, আপনাদের সন্ত্রাসীরদেরকে জনগন প্রতিরোধ করবে।
অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না এবং সরকারের অবস্থা ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি।
খন্দকার মাহবুব হোসেন সরকারকে বলেন, মৌলিক অধিকার খর্ব করতে পারবেন না।
এই সরকারের পতন অনিবার্য বলেও উল্লেখ করেন খন্দকার মাহবুব হোসেন।
মাহবুব হোসেন দাবি করে বলেন, আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে, বাক স্বাধীনতা ও সভা সমাবেশের স্বাধীনতা দিতে হবে।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে সুপ্রিম কোর্ট বারের সহ-সভাপতি খালেদ আহমেদ, রফিকুল ইসলাম মেহেদী, সাবেক সহ সম্পাদক রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ বক্তব্য রাখেন।