কার আদর স্নেহে বড় হবে নবজাতকটি
প্রকাশিত হয়েছে : ৫:২৮:৪৭,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: কার আদর স্নেহে বড় হবে নবজাতকটি। এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। দুনিয়ার আলো-বাতাস দেখার সুযোগ হলেও পিতা-মাতার আদর স্নেহ থেকে বঞ্চিত হতে হচ্ছে এ নিষ্পাপ শিশুটিকে। গত এক সপ্তাহ আগে পিরোজপুরের জিয়ানগরের লঞ্চঘাট এলাকা থেকে একটি নবজাতক উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গত রবিবার রাত সাড়ে ছয়টায় লঞ্চঘাট এলাকার নির্জন স্থানে ফেলে রাখা ৬-৭ দিন বয়সের একটি ফুটফুটে নবজাতক উদ্ধার হওয়ায় স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে সৃষ্টি হয় নানা কৌতূহল। অভাবের তাড়নায় কিংবা অবৈধ গর্ভপাতের লজ্জা থেকে বাঁচার জন্য কোন মা হয়তো এ কন্যা শিশুটিকে রাতের অন্ধকারে নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে বলে স্থানীয় থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা। এর আগে জিয়ানগর বাজার সংলগ্ন লঞ্চঘাট ও খেয়াঘাট এলাকা থেকে আরও দুই নবজাতককে রাতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জনতা।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৬টার দিকে জিয়ানগরের লঞ্চঘাট এলাকা থেকে হেঁটে যাওয়ার সময় ফেলে রাখা ঐ নবজাতকের কান্নার শব্দ ভেসে আসে কয়েকজনের কানে। এরপর সাথে সাথে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করলে তারা নবজাতককে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তবে এসময় শিশুটি সম্পূর্ণ সুস্থ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শিশুটিতে উদ্ধারের সময় তার শরীর শীতের গরম কাপড় দিয়ে মোড়ানো ছিল। বর্তমানে ঐ নবজাতককে হাসপাতালের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার সাংবাদিকেদের বলেন উদ্ধার হওয়া ঐ নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। তবে নবজাতকটির এখন পর্যন্ত কেউ দায়িত্ব নেননি বলে তিনি জানান।