কার্যালয় তল্লাশিতে আপত্তি নেই বিএনপির
প্রকাশিত হয়েছে : ৯:১৯:০২,অপরাহ্ন ০২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় তল্লাশির জন্য আদালত যে নির্দেশ দিয়েছেন তাতে ভ্রুক্ষেপ নেই দলটির। এমনকি কার্যালয় তল্লাশিতে কোনো আপত্তিও নেই তাদের। চেয়ারপারসনের কার্যালয়ের ভেতর অবস্থানকারী নেতানেত্রীরাও গ্রেপ্তার হওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে রাখছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
কার্যালয় সূত্র জানায়, এই তল্লাশি অভিযানে কার্যালয়ে অবস্থানরত নেতানেত্রীরা মোটেও উদ্বিগ্ন নয়। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা প্রস্তুত।
গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। তিনি বলেন, ‘পুলিশ যদি তল্লাশি চালাতে চায়, সেটা তারা করতেই পারে। আমরা তাদের সহযোগিতা করবো। এ ক্ষেত্রে পুলিশকে কোনো বাধা দেয়া হবে না। তবে তল্লাশির নামে যদি তারা বেআইনী কাজ করার মনমানসিকতা নিয়ে আসে তাহলে সেটা আমরা বরদাস্ত করবো না।’
তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বলেন, ‘কার্যালয় তল্লাশি করতে দেয়া হবে কি না তা পরিবেশ ও পরিস্থিতির উপর বিবেচনা করা হবে।’
পুলিশ কার্যালয় তল্লাশি করতে চাইলে তাদেরকে অনুমতি দেয়া হবে কি না? এই প্রশ্নে জবাবে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ‘এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন বেগম খালেদা জিয়া। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’
প্রসঙ্গত, গতকাল রোববার বিকেলে ঢাকার সিএমএম আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের তল্লাশির চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। রোববার রাতে গুলশান থানায় এই মামলায় আদেশ পৌঁছে দেয়া হয় বলেও জানা গেছে।