কারিগরি বোর্ডের ১-৩ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত
প্রকাশিত হয়েছে : ১০:১৩:৪৮,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও দুই বছর মেয়াদী সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমের ১ ও ৩ ফেব্রুয়ারির এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ১, ২ ও ৩ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. রফিকুল ইসলাম মীর স্বাক্ষরিত এক অফিস আদেশে শনিবার এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে আরও জানানো হয়, অনিবার্য কারণে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও রবিবার থেকে ২০ দলীয় জোট ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করায় যথাসময়ে এ পরীক্ষা শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হরতালের মধ্যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়।